ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুয়েট ছাত্র আবরার হত্যার বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:১৬, ৭ অক্টোবর ২০১৯

 বুয়েট ছাত্র আবরার  হত্যার বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি সংবাদদাতা ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার দুপুর একাটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষক - শিক্ষার্থী অংশগ্রহণ করে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারের সঞ্চালনায় জাহঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান মানববন্ধনে বলেন,‘লক্ষ শহীদের রক্তে কেনা এমন এক স্বাধীনতা আমরা পেলাম যেখানে মুক্ত চিন্তার কোন দাম নেই। আজ আবরার ফাহাদকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। আমার প্রশ্ন এই অধিকার তাদের কে দিয়েছে? আমরা অবিলম্বে এই হত্যার বিচার চাই।’ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্বিবদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে পরিবহন চত্তরে গিয়ে শেষ হয়।
×