ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হুইপ আতিকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

প্রকাশিত: ০৪:০৫, ৭ অক্টোবর ২০১৯

 হুইপ আতিকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক ও তার কন্যা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্ঘের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিনহাজ উদ্দিন মিনাল। সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ তুলে বিদ্রোহী প্রার্থী মিনাল হুইপ আতিককে দ্রুত এলাকা ত্যাগে, তার কন্যা ডাঃ অমিকে সরাসরি নির্বাচনী কর্মকা- থেকে বিরত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান। সেইসাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনসহ স্থানীয় কর্তৃপক্ষের সতর্কতা বাড়ানোর জন্যও আহবান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৪ অক্টোবর শেষ ধাপে অনুষ্ঠেয় সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে ৩ অক্টোবর থেকে শেরপুর সদরে অবস্থান করছেন এবং আগামী ১৯ অক্টোবর পর্যন্ত টানা এখানে অবস্থান করবেন বলে তার সফরসূচিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু নির্বাচনকালীন সময়ে সরকার বা সংসদের মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী মর্যাদার কারও ওই নির্বাচনী এলাকায় অবস্থান করা এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়াটাই আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তদুপরি হুইপ আতিক দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনকে প্রভাবিত করতে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয় এবং বাসা-বাড়িতে নেতা-কর্মীদের নিয়ে বৈঠকসহ নানা নির্দেশনা দিচ্ছেন। ফোনেও বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করছেন। এছাড়া তার জ্যেষ্ঠ কন্যা ডাঃ শারমিন রহমান অমি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হওয়া সত্ত্বেও সরাসরি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণায় অংশ গ্রহণ করে ভোট প্রার্থনা করছেন। হুইপ আতিক ও তার কন্যা ডাঃ অমি তাকেসহ মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের তালিকা তৈরি করে গ্রেফতারসহ নানাভাবে হুমকি দিচ্ছেন। তাদের নির্দেশেই কর্মীরা ফটিয়ামারী এলাকায় মোটরসাইকেল প্রতীকের অফিস ভাংচুর করেছে। কোথাও কোথাও মোটর সাইকেলের পোস্টার ছিড়ে ফেলাসহ পোস্টারের উপর পোস্টার লাগাচ্ছে। সংবাদ সম্মেলনে জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সদস্য সচিব ও জেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ.স.ম সোহেল নয়নসহ মিনহাজ উদ্দিন মিনালের বেশ কয়েকজন নেতৃস্থানীয় সমর্থক উপস্থিত ছিলেন। এদিকে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনকে প্রভাবিত করতে আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ অস্বীকার করে হুইপ আতিউর রহমান আতিক বলেন, তিনি সরকারি প্রোগ্রাম অনুযায়ী এলাকায় আছেন এবং নির্ধারিত কিছু প্রোগ্রামেই অংশ নিচ্ছেন। কোন প্রার্থী বা তার সমর্থকদের হুমকি-ধামকির অভিযোগও অবান্তর ও মিথ্যা। এছাড়া তিনি কন্যা ডাঃ অমির সরাসরি নির্বাচনী কর্মকা-ে অংশ নেওয়ার অভিযোগও অস্বীকার করে বলেন, সে ইউনিয়ন পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রগুলো গুছিয়ে নেওয়ার কাজ করছে- যা তার দায়িত্বেরই অংশ।
×