ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় অটো রিক্সা যাত্রী ছাত্র নিহত

প্রকাশিত: ০২:৪৪, ৬ অক্টোবর ২০১৯

হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় অটো রিক্সা যাত্রী ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ আজ রবিবার সকালে হবিগঞ্জের নবগঠিত উপজেলা শায়েস্তাগঞ্জের রড়চর নামক স্থানে দ্রুতগামী সিএনজি অটোরিক্সা রেলক্রসিং অতিক্রমকালে ট্রেনের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত এবং গুরুতর আহত হয়েছে আরও ২ ছাত্র সহ সংশ্লিস্ট রিক্সা চালক। নিহত ছাত্রের নাম ছায়েম মিয়া। সে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর ২য় শ্রেনীর ছাত্র এবং নছরতপুর গ্রামের বাসিন্দা জনৈক সেলিম মিয়ার ছেলে। এদিকে এই দুর্ঘটনায় ছাত্র নিহতের ঘটনার প্রতিবাদে উত্তেজিত শত শত জনতা তাৎক্ষনিক ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা-সিলেট রেললাইন অবরোধ করে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে । এদিকে সকাল ১০টার দিকে উক্ত অননুমোদিত রেলক্রসিংয়ে ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইলের ধাক্কায় এমন দুর্ঘটনায় গুরুতর আহত ২ শিক্ষার্থী সামি আহমেদ (৫) ও মনিরুল রেজা (৭)ও অটোরিক্সা চালককে প্রথমে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি ঘটায় মুমুর্ষ দুই ছাত্রকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। এদিকে সহপাঠি মৃত্যুর বিচার দাবিতে উত্তেজিত শিক্ষার্থী-জনতা সংশ্লিস্ট মহাসড়কের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় বিদ্যুতের খুটি ফেলে রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন ও পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই অবস্থা চলার সময় উভয় দিক থেকে আসা যানবাহন আটকা পড়ে যাত্রী দুর্ভোগ চরমে উঠে। এদিকে খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নের্তৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সেলিম মিয়া ও সংশ্লিস্ট থানার ওসি সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রথমে আলাপচারিতায় এবং পরবর্তীতে এ্যাকশনে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে র‌্যাবের একটি দল সেখানে যোগ দিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়। এসময় পুলিশ কর্তা রবিউল ইসলাম এক বিশাল সমাবেশে উত্তেজিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, হাইকোর্টেও নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে পুলিশ। জনতার টাকায় বেতন নিয়ে পুলিশ জনতার জানমাল রক্ষার স্বার্থে মহাসড়কে এই ধরনের অটো রিক্সা চলাচলে বন্ধ করতে কাজ করছে। ফলে আপনাদেও দাবি অনুযায়ী এই ধরনের অটো সংশ্লিস্ট সড়কে চলাচল করতে দেয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। তার এই ধরনের বক্তব্যের পরপরই জনতা শান্ত হয়ে আসে। তবে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার জনতার কর্তৃক সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়নি বলে দাবি করে বলেছেন, মহাসড়ক সড়ক অবরোধ করা হয়নি। তবে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালানো হয়। পুলিশ জানায়, মহাসড়কে অটোরিক্সা সিএনজি চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে।
×