ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীমঙ্গলে ১২শ’কেজি চোরাই রাবার আটক

প্রকাশিত: ০৮:৪৯, ৩ অক্টোবর ২০১৯

 শ্রীমঙ্গলে ১২শ’কেজি চোরাই রাবার আটক

সংবাদদাতা, শ্রীমঙ্গল ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টাস্কফোর্সের যৌথ অভিযানে ১২শ’ কেজি চোরাই রাবার আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন এর নেতৃত্বে উপজেলার কালাপুর ইউনিয়নের কাছিমপুর গ্রামে অভিযান চালায় বিজিবি ও পুলিশের টাস্কফোর্স। এসময় সেখানকার জনৈক রাজা মিয়ার বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে ১২শ’ কেজি রাবার আটক করা হয়। আটককৃত রাবারের মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা বলে বিজিবি নায়েব সুবাদার আবু সাঈদ জানিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় দীর্ঘদিন যাবত চোরাকারবারীরা সরকারী, বেসরকারী বিভিন্ন বাগানের রাবার কস চুরি করে মজুদ করে আসছিল। এ সংবাদর ভিত্তিতে বৃহস্পতিবার ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে চোরাই রাবার আটক করে।
×