ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ চক্রের সাতজন গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪৮, ৩ অক্টোবর ২০১৯

 ঠাকুরগাঁও মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ চক্রের  সাতজন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলায় মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় জেলা পুলিশের একটি বিশেষ দল নীলফামারী ও লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় অবিরাম ৩৬ ঘন্টা অভিযান চালিয়ে চুরি যাওয়া ৮টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ সাতজনকে আটক করেছে । বৃহস্পতিবার ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে রয়েছে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দলগ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে আশরাফ(৩৫), কালীগঞ্জ থানার বালাপাড়া গ্রামের জামান উদ্দীনের ছেলে ইদ্রিস আলী(২৫) ও একই থানার শ্রীখাতা গ্রামের প্রয়াত সত্যেন্দ্রনাথ রায়ের চেলে নিশিকান্ত(২৩), নীলফামারীর জলঢাকা থানার পশ্চিম কাঠালী গ্রামের মৃত রমজান আলীর ছেলে লেলিন(২৭), একই থানার চাওরাডাঙ্গী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে লেলিন(২৩) ও ডিমলা থানার ঝুনাগাছ চাপানী গ্রামের নরেন্দ্র নাথের ছেলে হৃদয়(২৫), চাঁদপুর জেলার কচুয়া থানার লক্ষিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলাম(২৫)। পুলিশ সুপার জানান, গত ১৬ সেপ্টেম্বর রাতে ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া জামে মসজিদের সামনে থেকে এক মুসল্লির একটি মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অনুসন্ধান শুরু করে এবং সদর থানার ওসি অপারেশন গোলাম মর্তুজা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল নিয়ে নীলফামারী ও লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় অবিরাম ৩৬ ঘন্টা অভিযান চালান এবং চুরি যাওয়া ৮টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ সাতজনকে আটক করেন। এ চক্রের অন্যান্য সদস্যকে আটকের চেষ্টা চলছে এবং তাদের আটকের ফলে মোটরসাইকেল চুরির ঘটনা কমে আসবে বলে আশ্বস্থ করেন পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোসফেকুর রহমান, সদর থানার ওসি আশিকুর রহমান ও অপারেশন অফিসার গোলাম মর্তুজা এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগন।
×