ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালতে গাজীপুরে ইউনিলিয়্যান্স কারখানার সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৮:৪৮, ৩ অক্টোবর ২০১৯

 তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালতে গাজীপুরে ইউনিলিয়্যান্স কারখানার সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে ৫ কোটি ১৪ লাখ টাকার বকেয়া বিল পরিশোধ না করায় বৃহষ্পতিবার এক কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছে গাজীপুর তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। এদিন সন্ধ্যা পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ৫কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস লাইন ও দু’শতাধিক বাড়ির ৬শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসময় ওই এলাকা থেকে বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন স্পটে দিনব্যাপি ওই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, গাজীপুরে শ্রীপুরের কেওয়া এলাকায় বাসা বাড়ীতে গ্যাস লাইন সংযোগ দেবার মত নিম্ন চাপের গ্যাস লাইন নেই। কিন্তু একটি প্রভাবশালী মহলের যোগসাজসে কিছু অসাধু লোকজন উচ্চ চাপ সম্পন্ন বিভিন্ন কারখানার গ্যাস লাইন থেকে রাতের আধারে বিভিন্ন বাসা বাড়ীতে অবৈধ লাইন সংযোগ দিয়ে খুবই বিপদজনকভাবে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ লাইন থেকে যেকোন সময়ে দুর্ঘটনা ঘটে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান’র নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে বৃহষ্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেওয়া ও ভাংনাহাটি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় কেওয়া দক্ষিণ খন্ড ফখরুদ্দিন মোড় এলাকার চারটি পয়েন্টে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যাসের প্রায় ৪ কিঃ মিঃ দীর্ঘ অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে পাইপ লাইনের সংযোগস্থলসহ প্রায় ৩শ’ মিটার দীর্ঘ পাইপ লাইন অপসারণসহ দু’শতাধিক বাসা বাড়ীর ৬ শতাধিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকারীরা ঘটনাস্থল থেকে বেশ কিছু চুলা, রাইজার এবং অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহার কারীরা পালিয়ে যায়। যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা অবৈধ সংযোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শ্রীপুর উপজেলার দক্ষিন ভাংনাহাটি এলাকাস্থিত খেলাপী গ্রাহক মেসার্স ইউনিলিয়্যান্স টেক্সটাইল কারখানার গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ইউনিলিয়্যান্স গ্রুপ হোল্ডিংস লিমিটেড এর সহযোগি প্রতিষ্ঠান ওই কারখানা কর্তৃপক্ষ গত ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগষ্ট পর্যন্ত ৫ কোটি ১৪ লাখ টাকার বকেয়া গ্যাস বিল পরিশোধ করে নি। ইতোপূর্বে তিতাস কর্তৃপক্ষ একাধিকবার লাইন বিচ্ছিন্ন করতে গেলেও বাধার মুখে ফিরে আসে। কারখানা কর্তৃপক্ষ গ্যাসের বকেয়া বিল পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ না করে সময়ক্ষেপন করতে থাকে। তারা সরকারী অর্থ আতœসাতের উদ্দেশ্যে বিভিন্ন সময় উচ্চ মহলের মাধ্যমে সুপারিশ করে কিস্তি সুবিধা নিয়ে এই বিপুল পরিমান বকেয়া বিল পুঞ্জিভূত করে। অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জোবিঅ-গাজীপুর) প্রকৌশলী অজিত চন্দ্র দেব, উপব্যবস্থাপক প্রকৌ. শবিউল আওয়াল, প্রকৌ. আব্দুল আলিম রাসেল ও প্রকৌ. সৈয়দ আবু সুফিয়ান, সহকারী ব্যবস্থাপক (কারিগরী) মোঃ রেজাউল হক, উপসহকারী প্রকৌ. মোঃ সাবিনুর রহমান, বিক্রয় সহকারী আনোয়ার হোসেন ও আসাদুল্লাহ কায়সারসহ তিতাস গ্যাস ও প্রশাসনের প্রমূখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×