ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় পেঁয়াজের দাম খুচরা বাজারে কমেছে ২৫ টাকা

প্রকাশিত: ০৬:৫৯, ৩ অক্টোবর ২০১৯

  নওগাঁয় পেঁয়াজের দাম খুচরা বাজারে কমেছে ২৫ টাকা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ গত দুইদিনের ব্যবধানে নওগাঁর পাইকারী বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪০ টাকা এবং খুচরা বাজারে কমেছে কেজিতে ২৫ টাকা। আজ বৃহস্পতিবার নওগাঁ বাজারে ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ভারত পেঁয়াজ রফতানী বন্ধ করার খবরে এখানকার ব্যবসায়ী ও আমদানীকারকরা সিন্ডিকেট করে পেঁয়াজের কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা করে বাড়িয়ে দেয়। এতে প্রতিকেজি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি শুরু করে। এ সংক্রান্ত একটি সংবাদ রবিবারের জনকন্ঠে প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। ওই দিনই সন্ধ্যায় নওগাঁর জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ তার সম্মেলন কক্ষে পেঁয়াজের আমদানীকারক, আড়তদার, খুচরা ও পাইকারী ব্যবসায়ী এবং চে¤া^র নেতৃবৃন্দকে নিয়ে জরুরী বৈঠক করেন। বৈঠকে ৮৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। তার পরেও ব্যবসায়ীরা মঙ্গলবার পর্যন্ত ১০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছে। তবে বৃহস্পতিবার বাজারের এই চিত্র পাল্টে যায়। তবে খুচরা ব্যবসায়ীরা পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকে ৭০ টাকা কেজিতে পেঁয়াজ কিনে পার্শ্ববর্তী বাজারে ৮৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে। এতে তারা কেজি প্রতি ১৫ টাকা করে মুনাফা করছে। ক্রেতারা বলছেন, ছোট্ট রাস্তার এপারে পাইকারী বাজার এবং ওপারে খুচরা বাজার। শুধু একটি রাস্তা পার হতে কেজিতে ১৫ টাকা লাভ অস্বাভাবিক। বিষয়টি বাজার মনিটরিং কমিটিকে দেখার অনুরোধ করেছেন তারা।
×