ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নলছিটিতে শিক্ষকের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৪৪, ৩ অক্টোবর ২০১৯

   নলছিটিতে শিক্ষকের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ঝালকাঠির নলছিটিতে একটি কিন্ডার গার্টেনের অধ্যক্ষের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দপদপিয়া-নলছিটি সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীসহ দুই শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষক শাহনাজ পারভীন, মুন্নি বেগম, শিক্ষার্থী নাজিম ও ছালমা। এসময় তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। শিক্ষকরা জানায়, দপদপিয়া ফেরিঘাট এলাকার জসিম, মনির, রহিম ও টিটু স্থানীয় মডার্ন কিন্ডার গার্টেনের (কেজি স্কুল) প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মিজানুর রহমানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে কিন্ডার গার্টেন বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। চাঁদা না দেওয়ায় তারা ১০-১২ জন লোক নিয়ে গত ১ অক্টোবর দুপুরে কিন্ডার গার্টেনের সামনের সড়কে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশ জসিম ও মনিরকে আটক করে। আহত শিক্ষক বাদী হয়ে ওই দিন রাতে নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। মানববন্ধন শেষে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি পেশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষক শাহনাজ পারভীন বলেন, মডার্ন কিন্ডার গার্টেনটি অল্প সময়ের মধ্যে সুনাম অর্জন করেছে। এখানে ৩০০ শিক্ষার্থী পড়ালেখা করছে। স্থানীয় কিছু মাদকসেবীরা অধ্যক্ষের কাছে চাঁদা দাবি করেছিল। টাকা না দেওয়ায় হামলা চালিয়েছে। আমরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
×