ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে গ্রেফতার ৫

প্রকাশিত: ০৯:৩৬, ২ অক্টোবর ২০১৯

নওগাঁয় ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মহাদেবপুরে ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে প্রাইভেট কারসহ ৫ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ জানায়, এদিন বিকেলে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব বাজার সংলগ্ন জোহরার মোড় নামক স্থানে রুপালী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক আব্দুস সামাদের কাছ থেকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমান আদালতে ২ লাখ টাকা জরিমানা করে। ম্যাজিস্ট্রেট পরিচয় প্রদানকারীদের গতিবিধি সন্দেহজনক হলে ফ্যাক্টরির মালিক আব্দুস সামাদ থানা পুলিশে খবর দেয়। প্রতারক চক্র থানা পুলিশে খবর দেয়ার বিষয়টি আঁচ করতে পেরে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্ধ্যার দিকে উপজেলা সদরের পোষ্ট অফিস মোড় এলাকায় রাস্তায় বেরিকেট দিয়ে প্রতারক চক্রের সদস্যদের বহনকৃত ঢাকা মেট্রো-খ ১২-৮৮২৫ নম্বরের ১টি প্রাইভেট কারসহ ৫ ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হাড়ীবালী গ্রামের আসলাম খানের পুত্র রুবেল খাঁন (২৮), ঢাকা মিরপুরের পশ্চিম কাজীপাড়ার বাসিন্দা মনির উদ্দিনের পুত্র নুর হোসেন নয়ন (৩১), দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার নন্দীগ্রামের মৃত রমজান সরকারের পুত্র আনন্দমহন সরকার (২৬), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বেহাকৈর গাবতলী গ্রামের আঃ রশিদের পুত্র বিল্লাল হোসেন (৪০) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের আবুল হোসেনের পুত্র শাহাদৎ হোসেন (৪২)। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া ম্যাজিস্ট্রেটের পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
×