ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নান্দাইলে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

প্রকাশিত: ০৯:২৯, ২ অক্টোবর ২০১৯

নান্দাইলে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ উপজেলার বাশহাটী উচ্চ বিদ্যালয়ের ৭‘শ শিক্ষার্থীকে দুর্নীতি ও বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ পড়ানো হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন বিদ্যালয়ে উপস্থিত হয়ে এই শপথ বাক্য পাঠ করান। জানা গেছে, বিদ্যালয় গুলোতে পাঠদান শুরুর আগে দৈনিক ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষকরা এই সমাবেশ পরিচালনা করেন। বুধবার ওই সমাবেশ শুরু হলে বিদ্যালয়ে উপস্থিত হন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন। এসময় তিনি শিক্ষার্থীদের দুর্নীতি ও বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন ভূইয়া সহ অন্য সহকারী শিক্ষকবৃন্দ। এরপর ইউএনও বিদ্যালয়ের ডিজিটার শিক্ষক হাজিরা পদ্ধতির উদ্বোধন করেন। সমাবেশে শিক্ষার্থীদের উদ্যোশে ইউএনও আব্দুর রহিম সুজন বলেন, দুর্নীতি একটি দেশকে ধ্বংস করে দেয়। তাই তোমরা বড় হয়ে কখনো দুর্নীতির আশ্রয় নিবে না। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার। আর বাল্যবিয়ের বিষয়ে তিনি বলেন, বাল্যবিয়ে আমাদের সমাজের অভিশাপ। তাই এর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই বাল্যবিয়ে মুক্ত দেশ গড়া যাবে।
×