ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হ্রাস

প্রকাশিত: ০৬:৩৩, ২ অক্টোবর ২০১৯

নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হ্রাস

স্টাফ রিপোর্টার ॥ নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হ্রাস অব্যাহত থাকে বুধবারও। তবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে না। বুধবারও এই ছিল প্রায় দেড় হাজার। আর রাজধানীর তুলনায় ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ রয়ে গেছে। সারাদেশে এ পর্যন্ত মোট রোগীর ৯৮ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবারও মাগুরায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা যথাক্রমে ৩৩৬। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ১০২ এবং ঢাকার বাইরে ২৩৪। সারাদেশে বর্তমানে ভর্তি ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বমোট সংখ্যা ১৪৬০ জন। ঢাকা মহানগরীতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫২৪ জন এবং ঢাকার বাইরে ৯৩৬ জন। এ বছর জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত সর্বমোট ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৮৮,৬৬০ জন ও ৮৬,৯৬৪ জন। রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৩৬ জনের মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তাদের মধ্যে আইইডিসিআর ১৩৬ জনের মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে বলে জানিয়েছে আইইডিসিআর। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আরও জানায়, বর্তমানে ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগে ১৯৩ জন, চট্টগ্রামে বিভাগে ১২১জন, খুলনা বিভাগে ৩৫৭ জন, রংপুর বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৭০ জন, বরিশালের ৬ জেলায় ১২১ জন, সিলেট বিভাগের ৪ জেলায় ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় ৩১জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। সূত্রটি আরও জানায়, ঢাকা শহরে অবস্থিত হাসপাতালগুলোর মধ্যে বর্তামানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২১ জন, মিটফোর্ড হাসপাতালে ১০৪ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৫ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১৭ জন, রাজারবাগের পুলিশ হাসপাতালে ৭জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩৪জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে অবস্থিত হাসপাতালগুলোর মধ্যে নতুন রোগী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯জন, মিটফোর্ড হাসপাতালে ১৫ জন, ঢাকা শিশু হাসপাতালে ৪জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৪জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। মাগুরা ॥ নিজস্ব সংবাদদাতা , মাগুরা থেকে জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের নাজমুল মোল্লা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত নাজমুল মোল্লা মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের আব্দুর রশিদের ছেলে । তিনি শহরের পারনান্দুয়ালী এলাকার ভাংড়ি ব্যবসায়ী । ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিাকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মঙ্গলবার রাতে মারা যান। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাজমুল প্রথমে গত শুক্রবার মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি হন ।অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে ভর্তির পর অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে ঢাকায় নেওয়ার পথে নাজমুল মোল্লা মারা যান । ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মাগুরা ২৫০শর্য্যা হাসপাতালে ভর্তি হয়েছে । তাদের জুরুরী বিভাগের পাশে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা চলছে। এখর্যন্ত মাগুরা জেলায় ৪১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং ৪জনের মৃত্যু হয়েছে ।
×