ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যাসিনোর দায় আওয়ামী লীগ বিএনপির ওপর চাপাচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ১০:২৮, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 ক্যাসিনোর দায় আওয়ামী লীগ বিএনপির ওপর চাপাচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ চলমান দুর্নীতিবিরোধী অভিযান কেন এগুচ্ছে না সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তা জানতে চান। অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের মুক্তি দাবি করে তাঁর উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সরকার মনে করেছে খালেদাকে জেলে রাখলে আন্দোলন হবে না। রিজভী বলেন, অভিযান শুরুর পর থেকে ক্ষমতাসীনদের থলের বিড়াল বেরিয়ে আসার কারণে তারা এখন গলাবাজি শুরু করেছে। তারা বিএনপির নামে আজগুবি আষাঢ়ে গল্প প্রচার করছে। এটা সর্বজনবিদিত যে, মাত্র ৭ থেকে ৮ বছর আগে ক্যাসিনো কালচার আওয়ামী লীগ-যুবলীগ নেতারা দেশে আমদানি করেছে। বিএনপি ক্ষমতায় নেই ১২ বছর হয়ে গেছে। আর আওয়ামী লীগ নেতারা ক্যাসিনো কালচারের দায় বিএনপির ওপর চাপাচ্ছে। ক্ষমতায় তো বিএনপি নেই, তাহলে যারাই এর সঙ্গে জড়িত তাদের এতদিন ধরলেন না কেন? রিজভী বলেন, আওয়ামী লীগ-যুবলীগের মাঝারি নেতাদের ঘরে ঘরে অবৈধ টাকার সিন্দুক। ভল্ট, টাকশাল, কাড়িকাড়ি টাকা ও সোনা-দানার খনি আবিষ্কার হওয়ার পর বড় নেতারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। চারদিক থেকে যখন রাঘব বোয়ালদের বিরুদ্ধে অভিযানের দাবি জোরালো হচ্ছে তখনই থামিয়ে দেয়া হয়েছে অভিযান।
×