ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার তেলের ড্রামের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত: ১০:২৮, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 এবার তেলের ড্রামের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ এবার তেলের ড্রামের ভেতর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আব্দুল খালেক (৩২) ও মনিরুল ইসলাম (২৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একটি পিকআপ ভ্যানে করে এই মাদকের চালান আনা হয়েছিল। র‌্যাব-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে মাদক পাচারে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে চোরাকারবারিরা। দেশের সীমান্ত এলাকা থেকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মাদকের চালান আনছে বেশ কয়েকটি চক্র। তেমনই একটি চালানে পিকআপে বহন করা তেলের ড্রাম থেকে ৮৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। শনিবার রাতে গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেন র‌্যাব সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
×