ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এখন আমরা অন্য দেশকে খাদ্য সাহায্য করতে পারি ॥ ড. রাজ্জাক

প্রকাশিত: ১০:২৮, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 এখন আমরা অন্য  দেশকে খাদ্য  সাহায্য করতে  পারি ॥  ড. রাজ্জাক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ এখন ভিক্ষুকের দেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশে পরিণত হয়েছে। এখন আমরা অন্য দেশকে খাদ্য সাহায্য করতে পারি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতির গতিকে বৃদ্ধি করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে। অথচ বিএনপি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা জঙ্গী উৎপাদন করেছে। বিএনপি সন্ত্রাসী দল। তারা নির্বাচনের আগে হরতাল ও আন্দোলনের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ মানুষ হত্যা করেছে। বর্তমান সরকার জঙ্গী মাদক, ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। তিনি আরও বলেন, প্রয়াত শহীদ ময়েজউদ্দিন আহম্মেদ স্বৈরাচারী বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছেন। মন্ত্রী রবিবার বিকেলে গাজীপুরে কালীগঞ্জের নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদ ময়েজউদ্দিন আহম্মেদের ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
×