ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইলিশের প্রথম চালান ভারতে পৌঁছেছে

প্রকাশিত: ১০:২৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 ইলিশের প্রথম চালান  ভারতে পৌঁছেছে

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ দুর্গাপূজা উপলক্ষে ৫শ’ মেট্রিক টন ইলিশের প্রথম চালান রবিবার বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পৌঁছেছে। দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বাংলাদেশ সরকার এই ইলিশ পাঠাচ্ছে। ২০১২ সাল থেকে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ রয়েছে। তবে দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের স্মারক হিসেবে সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ পাঠানোর অনুমোদন দেয়। শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুল হাসান জানান, আজ প্রথমদিনে তিনটি চালানের মাধ্যমে ৫শ’ টনের মধ্যে ৩০ টন মাছ কলকাতা যাচ্ছে। এ সংক্রান্ত কাগজপত্র ইতোমধ্যে তাদের দফতরে পৌঁছেছে। ঢাকার এ্যাকোয়াটিক রিসোর্সেস লিমিটেড এই ইলিশ চালানের রফতানিকারক। সিএন্ডএফ প্রতিষ্ঠান এমই এন্টারপ্রাইজ। বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, বিকেলের দিকে মাছের প্রথম চালানটি বেনাপোল পৌঁছায়। এরপর আনুষ্ঠানিকতা শেষে মাছ ওপারের পেট্টাপোল বন্দরে গেছে। পরে এই ইলিশ কলকাতার বাজারে বিক্রি হবে। কয়েকধাপে আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ পশ্চিমবঙ্গে পৌঁছাবে।
×