ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতাদের দুর্নীতিও খুঁজে বের করা হবে ॥ কাদের

প্রকাশিত: ১০:২৩, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 বিএনপি নেতাদের দুর্নীতিও খুঁজে  বের করা  হবে ॥  কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদেরও সম্পদের হিসাব, দুর্নীতির তথ্য ও প্রমাণ খুঁজে বের করা হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতা, এমপি-মন্ত্রীরা যে অবৈধ সম্পদ বানিয়েছে, কে কত অবৈধ টাকার মালিক, সেসব দুর্নীতির তথ্যও বের করা হবে। রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি দেখার পর সরকারের মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব দাখিলে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যে সম্পর্কে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন আইন সংশোধন করা হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে আভাস দিয়েছিলেন সে খবরকে ‘গুঞ্জন’ বলে জানান সেতুমন্ত্রী। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক নেতাকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটি যথাযথ। এ বিষয়ে তিনিই বলার অধিকার রাখেন। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটার ওপর বিশ্বাস রাখুন। শীঘ্রই এ বিষয়ে জানতে পারবেন। সড়ক পরিবহন আইন সংশোধনের খবরে উদ্বেগ প্রকাশের জবাবে সেতুমন্ত্রী বলেন, সংশোধনের বিষয়ে তিনি কিছু জানেন না। মন্ত্রণালয় এ ধরনের উদ্যোগ নেয়নি। নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি স্র্রেফ গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় এ বিষয়ে কিছুই জানে না এবং কোন ধরনের উদ্যোগ নেয়া হয়নি। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব। নিরাপদ সড়কের বিষয়ে গঠিত টাস্কফোর্সের কাজ শীঘ্রই শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, টাস্কফোর্সের কাজ এখনও শুরু করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীও কমিটিতে রয়েছেন, খুব শীঘ্রই কমিটির কাজ শুরু হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। আন্ডারপাস নির্মাণের সময় ধরা হয়েছিল ২০২০ সালের জুন মাস। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর মাসেই সেনাবাহিনী প্রকল্পের কাজ শেষ করবে। ৫৭ কোটি টাকা ব্যয়ে এ আন্ডারপাস নির্মাণ কর হচ্ছে। বাংলাদেশে প্রথম পুশ ব্যাক পদ্ধতিতে এ আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এ প্রকল্প বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা আরও জানান, ২০১৮ সালের ২৯ জুলাই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হলে এখানে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতবছরের ২০ নবেম্বর এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এস. এম আনোয়ার হোসেন, রমিজউদ্দিন আন্ডারপাস প্রকল্প কর্তকর্তা মেজর আবদুল্লাহ আল মামুন বিল্লাহসহ সওজ, সড়ক বিভাগ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
×