ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীতাকুন্ডে তিন শ্রমিক আহত

প্রকাশিত: ০৯:১৭, ২৯ সেপ্টেম্বর ২০১৯

সীতাকুন্ডে তিন শ্রমিক আহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে কাজ করার সময় জিপিএইচ ইস্পাত(রড তৈরীর কারখানায়) তিন শ্রমিক গুরুতর আহত হয়েছে। গত রবিবার বিকালে উপজেলার সুলতান মন্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে জিপিএইচ ফ্লান্টে এ দূর্ঘটনা ঘটে। লোহার আঘাতে আহতরা হলেন মৌলভীবাজার জেলার রাজএবার থানার এয়ামুধা গ্রামের তিরন্ত দে পুত্র তিযুশ দে(২৭),কুমিল্লা জেলার বউবা থানার ছোট বায়রৈয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র শফিউল বাশার(৩০) ও বিদ্যুতের শর্ট সার্কিটে আহত সীতাকু- উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকার আবুল বাশারের পুত্র মো.নাজিম উদ্দিন(৩২) বলে বিষয়টি নিশ্চিত করেন সীতাকু- মডেল থানার উপ-পরিদর্শক মো.জুলফিকার হোসেন। জানা যায়,প্রতিদিনের ন্যায় উপজেলার বাঁশবাড়িয়া সুলতানা মন্দির রড তৈরীর জিপিএইচ ইস্পাত কারখানার এস.এম.এস প্লান্টে কাজ করতে আসেন আহত শ্রমিকরা। কাজ করার সময় অসাবধানতাবশত লোহার অংশ গায়ে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হয় এবং বিদ্যুতের শট সার্কিটে অপর শ্রমিক আহত হয়। আহতবস্থায় অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার জন্য নিয়ে যায়। বর্তমানে দুই শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এ বিষয়ে জানতে চাইলে সীতাকু- মডেল থানার ওসি মো.দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘আমি বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তিন শ্রমিক কাজ করার সময় আহত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আমি জেনেছি।’
×