ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গার দর্শনা হঠাৎপাড়ায় ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত, আহত ২

প্রকাশিত: ০৮:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০১৯

চুয়াডাঙ্গার দর্শনা হঠাৎপাড়ায় ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত, আহত ২

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হঠাৎপাড়ায় ট্রাক চাপায় ইজিবাইক চালক রবিউল হোসেন (৩৫) নিহত হয়েছে। আহত হয়েছে ছাদিয়া খাতুন বিথি (২২)ও আইরিন খাতুন ওরপি (১৭) রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বোয়ালমারী গ্রামের মরহুম মিরাজ বিশ্বাসের ছেলে। আহত ছাদিয়া খাতুন বিথি দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের হাজীপাড়ার সহিদুল ইসলামের মেয়ে ও দর্শনা ডিএস দাখিল মাদ্রাসার ছাত্রী এবং আইরিন খাতুন ওরপি একই গ্রামের মরহুম আমজাদ হোসেনের মেয়ে ও দর্শনা সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ছাদিয়া খাতুন বিথির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, এদিন রবিউল হোসেন তার ইজিবাইক নিয়ে ছাদিয়া খাতুন বিথি ও আইরিন খাতুন ওরপিকে দর্শনা থেকে দামুড়হুদার দিকে আসার পথে দর্শনা হঠাৎপাড়ায় পৌছুলে জীবননগর গামী একটি ট্রাক তাদের ইজিবাইক চাপা দেয়। ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় চালক রবিউল, যাত্রী ছাদিয়া খাতুন বিথি ও আইরিন খাতুন মারাত্বক আহত হয়। দর্শনা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক চালক রবিউল হোসেনকে মৃত ঘোষনা করে। আহত ছাদিয়া খাতুন বিথি ও আইরিন খাতুন ওরপিকে প্রথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। ছাদিয়া খাতুন বিথির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা/ এহসানুল হক তন্ময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আইরিন খাতুন ওরপি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাকটি ইজিবাইকটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। সেটাকে আটকানো সম্ভব হয়নি বলে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান।
×