ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিলিস্থলবন্দরে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে

প্রকাশিত: ০৫:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০১৯

হিলিস্থলবন্দরে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায়, আবারো কমেছে ভারত থেকে আমদানীকৃত পেয়াঁজের দাম। গত সপ্তাহে যে পেয়াজ প্রকারভেদে পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত, আজ রবিবার সেই পেয়াঁজ প্রকার ভেদে বিক্রি হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা পর্যন্ত। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে নাসিক, পাটনা, ইন্দুর, সাউত্থ জাতের পেয়াঁজ আমদানি হচ্ছে। হিলি বন্দরের আমদানি কারকরা জানান, সামনে পূজার ছুটির কারনে পোর্ট বন্ধ থাকবে বেশ কিছুদিন। সেই জন্য তারা বেশি বেশি পেয়াজ আমদানি করছেন। পেয়াঁজের আমদানি বাড়ায় বর্তমানে দামও কিছুটা কমেছে। ভারতে পর্যাপ্ত পরিমান পেয়াঁজের এলসি করা আছে এবং দাম আরোও কমে যাবে বলে তিনি আশা করেন। এদিকে বৈরি আবহাওয়ার কারনে ক্রেতা না থাকায়, অনেকটা বিপাকে পড়তে হচ্ছে আমদানিকারকদের। আগে প্রতিদিন এই বন্দর দিয়ে দেশের বিভিন্ন স্থানে ৮ থেকে ১০ গাড়ি পেয়াজ সরবরাহ করা হলেও, এখন তা ২ থেকে ৩ ট্রাকে নেমে এসেছে। তবে পেয়াঁজ কিনতে আসা একজন পাইকারী ক্রেতা জানান, পেয়াঁজের দাম কিছুটা কমার ফলে তাদের ব্যবস্যা বাণিজ্য ভালো হচ্ছে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি হওয়াই দেশের বাজারে পেয়াঁজের চাহিদা অনেকটাই পূরন হচ্ছে। হিলি কাস্টমস্ সুত্রে জানা যায়, চলতি সপ্তাহের প্রথম কর্ম দিবসে ২০ ট্রাকে ৪শ ৪০ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয় এই স্থলবন্দর দিয়ে।
×