ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষ হয়েছে জিনাত হাকিমের রচনা ও আজিজুল হাকিমের পরিচালনায় টেলিফিল্মের কাজ

প্রকাশিত: ০৫:২১, ২৭ সেপ্টেম্বর ২০১৯

শেষ হয়েছে জিনাত হাকিমের রচনা ও আজিজুল হাকিমের পরিচালনায় টেলিফিল্মের কাজ

অনলাইন ডেস্ক ॥ প্রবাসে মানুষের জীবনের ব্যস্ততায় অতিথিকে বাড়িতে আশ্রয় দেয়া সহজ কাজ নয় । অস্ট্রেলিয়াতে পড়তে আসা একটি মেয়ে তার ভাই এর বন্ধুর বাড়িতে যায় । বাংলাদেশে তার নিজের জীবন যাপনের অভ্যস্ততা যে রকম বিদেশে তা নয় । সেখানে নিজের কাজ নিজেকেই করতে হয় । অথচ মেয়েটি তার অভ্যাসবশত চলে । তাছাড়া ঢাকার ধনী পরিবারের মেয়েটি তার নিজের দেশের সংস্কৃতিকেও সঠিকভাবে লালন করে না । নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে কিছুটা সময়েরও প্রয়োজন । মেয়েটিকে বাসায় থাকতে দেবার কারণে শুরু হয় নানা জটিলতা । নমিরার কারনে স্বামী ও স্ত্রীর মাঝে সৃষ্টি হয় দ্বন্দ্ব ও দূরত্ব । প্রশান্ত মহাসাগরের পাড়ে সিডনীতে বসবাসরত একটি সুখী পরিবারের নেমে আসে অশান্তি । এর অবসান কি করে হবে সেই নিয়েই রচিত টেলিফিল্ম - প্রশান্ত নীল জলে । রচনা- জিনাত হাকিম, পরিচালনা- আজিজুল হাকিম, চিত্র গ্রহন- শিমুল শিকদার ও মুহিব। অভিনয়ে, আজিজুল হাকিম, শাহীন শাহনেওয়াজ ,শহীদুজ্জামান সেলিম , রোজি সিদ্দিকী, সানজিদা টিটু, রহমত উল্লাহ ,নমিরা,আফসানা রুচি ,মাসুদ, এ,কে,এম শফিক রুবেল ও কিশোয়ার ।
×