ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রকাশিত: ০২:০৬, ২৭ সেপ্টেম্বর ২০১৯

খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ “ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে” স্লোগানে খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা , পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের যথাযথ ব্যবহার করে পর্যটন সেক্টরের উন্নয়ন করা গেলে স্থানীয় পর্যায়ে সমৃদ্ধি আসবে। সে লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার পাশাপাশি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান । জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডা. ইদ্রিছ মিঞা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান বক্তব্য রাখেন।
×