ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরের অন্তস্বত্বা প্রেমিকাকে বিয়ে না করায় মামলা দায়ের

প্রকাশিত: ০৮:২৩, ২৬ সেপ্টেম্বর ২০১৯

 নাটোরের অন্তস্বত্বা প্রেমিকাকে বিয়ে না করায় মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব, প্রেম, বিয়ের প্রলোভনে একাধিকবার শারিরীক সম্পর্ক, অতঃপর ওই প্রেমিকা তিন মাসের অন্তস্বত্বা। এতদূর পর্যন্ত পরিস্থিতি ঠিক ছিল। কিন্ত ঝামেলা বাধল, ছেলে ওই অন্তস্বত্বা কিশোরীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ঝামেলার উৎপত্তি হয়। পারিবারিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেও কোন লাভ না হওয়ায় মেয়ের মা থানায় মামলা করলে পুলিশ ও অভিযুক্ত মাসুদ রানাকে আটক করে। এমনই ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া গ্রামে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ পিপিএম ও ভুক্তভোগীর মা ও স্থানীয়রা জানায়, উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের সান্যালপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মাসুদ রানা একই গ্রামের স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব, এরপর প্রেম এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপন করে। এতে করে ওই কিশোরী তিন মাসের অন্তস্বত্বা হয়ে পড়ে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। এরপর ওই কিশোরী বিয়ের করতে চাপ দিলে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয় অভিযুক্ত মাসুদ রানা। পরে সে বিষয়টি তার মাকে জানালে তিনি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চালান। মাসুদ ওই কিশোরীকে বিয়ে করতে না চাওয়ায় বুধবার সন্ধ্যায় বাগাতিপাড়া থানায় মাসুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর কিশোরীর মা। পরে ওই দিন রাতেই নিজ এলাকা থেকে পুলিশ মাসুদকে আটক করে। বৃহস্পতিবার সকালে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও ভুক্তভোগী ছাত্রীর শারীরিক পরীক্ষা এবং জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে বলেও জানান বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ পিপিএম। দেশের খবর নাটোরের অন্তস্বত্বা প্রেমিকাকে বিয়ে না করায় মামলা দায়ের নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব, প্রেম, বিয়ের প্রলোভনে একাধিকবার শারিরীক সম্পর্ক, অতঃপর ওই প্রেমিকা তিন মাসের অন্তস্বত্বা। এতদূর পর্যন্ত পরিস্থিতি ঠিক ছিল। কিন্ত ঝামেলা বাধল, ছেলে ওই অন্তস্বত্বা কিশোরীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ঝামেলার উৎপত্তি হয়। পারিবারিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেও কোন লাভ না হওয়ায় মেয়ের মা থানায় মামলা করলে পুলিশ ও অভিযুক্ত মাসুদ রানাকে আটক করে। এমনই ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া গ্রামে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ পিপিএম ও ভুক্তভোগীর মা ও স্থানীয়রা জানায়, উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের সান্যালপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মাসুদ রানা একই গ্রামের স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব, এরপর প্রেম এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপন করে। এতে করে ওই কিশোরী তিন মাসের অন্তস্বত্বা হয়ে পড়ে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। এরপর ওই কিশোরী বিয়ের করতে চাপ দিলে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয় অভিযুক্ত মাসুদ রানা। পরে সে বিষয়টি তার মাকে জানালে তিনি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চালান। মাসুদ ওই কিশোরীকে বিয়ে করতে না চাওয়ায় বুধবার সন্ধ্যায় বাগাতিপাড়া থানায় মাসুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর কিশোরীর মা। পরে ওই দিন রাতেই নিজ এলাকা থেকে পুলিশ মাসুদকে আটক করে। বৃহস্পতিবার সকালে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও ভুক্তভোগী ছাত্রীর শারীরিক পরীক্ষা এবং জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে বলেও জানান বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ পিপিএম।
×