ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে জলবায়ু মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পদযাত্রা

প্রকাশিত: ০৬:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯

  ঝালকাঠিতে জলবায়ু মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পদযাত্রা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ জলবায় পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ঝালকাঠিতে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠির ২০টি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উইক অর্গানাইজিং গ্রুপ’ এ কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে সংগঠনের সসদ্য ছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উইক অর্গানাইজিং গ্রুপ’ এর ঝালকাঠি জেলা সমন্বয়কারী তাসিন অনিক মৃধা। মানববন্ধনে বক্তারা জানান, জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের শিশু-কিশোর ও যুব সমাজের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করায় কাজ করবে। তারা ঝুঁকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপের দাবিও জানান।
×