ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০২:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার হাওড় অধ্যুষিত অষ্টগ্রামের কৃষক আব্বাস আলী হত্যা মামলায় পিতা-পুত্র ও তিন ভাইসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে তিন লক্ষ টাকা করে জরিমানা করেছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো-অষ্টগ্রাম উপজেলার কাস্তল শেখেরহাটি গ্রামের মঙ্গু মিয়া, জঙ্গু মিয়া, মঞ্জু মিয়া, এনায়েত, কাকন মিয়া, কাজল ও দুলু মিয়া। এদের মধ্যে মঞ্জু পলাতক রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ছয় আসামির উপস্থিতিতে উপরোক্ত রায় দেন। মামলার বিবরণে জানা যায়, অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ভুঁইয়াপাড়া গ্রামের আব্বাস আলীর সঙ্গে আসামিদের জমি সংক্রান্ত পূর্ববিরোধ ছিল। এর জেরে ২০০৫ সালের ২৩ জুলাই সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্বাস আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় আব্বাস আলী বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রীর বড় ভাই মিরু মিয়া বাদী হয়ে ওইদিন রাতে ১১ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা অষ্টগ্রাম থানার এসআই আব্দুল করিম নয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। অভিযোগপত্রে বিচার চলাকালে আসামি পুতুল বেগম ও নওয়াব মিয়ার মৃত্যু হওয়ায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়। সরকার পক্ষে এপিপি সৈয়দ সাজাহান এবং আসামি পক্ষে এ্যাডভোকেট রাখাল চন্দ্র দে মামলাটি পরিচালনা করেন।
×