ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীর দুই ক্যাসিনোতে অভিযান ॥ গ্রেফতার ১৪

প্রকাশিত: ০১:২২, ২৬ সেপ্টেম্বর ২০১৯

ঈশ্বরদীর দুই ক্যাসিনোতে অভিযান ॥ গ্রেফতার ১৪

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঢাকার পর এবার ঈশ্বরদীর পৌর এলাকার সাঁড়া গোপালপুরে দুইটি ক্যাসিনো আবিস্কার ও ১৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তবে ঢাকার মত উন্নত মানের ক্যাসিনো না হলেও ৪৪ হাজার টাকা ও জুয়ার সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে থানা পুলিশ সাঁড়া গোপালপুরের সূর্য্য সংঘ ক্লাব ও অন্য একটি নতুন ক্লাব থেকে তাদের গ্রেফতার ও টাকাসহ জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলেন বাঘইল ইপিজেড গেট এলাকার এসকেন্দার সরকারের ছেলে তৌহিদুল ইসলাম, সাঁড়া গোপালপুর এলাকার আরশেদ মন্ডলের ছেলে শহিদুল ইসলাম, মৃত মসলেম উদ্দিনের ছেলে শাকিল আহম্মেদ, আব্দুল হামিদ প্রামাণিকের ছেলে সেলিম প্রামাণিক , ইউনুস প্রামাণিকের ছেলে সাহাবুল প্রামাণিক, মৃত জামরুল সরদারের ছেলে তুফান সরদার, ইয়াছিন আলী মোল্লার ছেলে সাইফুল ইসলামসহ ১৪ জন। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, আমরা এখনও নিশ্চিত নই যে, কারা এসব পরিচালনা করত। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। কারণ এতদিন এসবকে আমরা স্পোর্টিং ক্লাব বলেই জানতাম। ক্লাবের আড়ালে এমন কার্যক্রম চলছে বলে আমাদের ধারণা ছিল না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, সম্প্রতি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায় থানা-পুলিশ। এ দুই ক্লাবে গভীর রাত পর্যন্ত জুয়া খেলা চলত। এতে অংশ নিয়ে অনেকে নিঃস্ব হয়েছেন। স্থানীয়দের এমন অভিযোগের কারণে অভিযান চালানো হয়েছে।
×