ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বশেমুরবিপ্রবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

প্রকাশিত: ২২:৪১, ২৬ সেপ্টেম্বর ২০১৯

বশেমুরবিপ্রবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

অনলাইন রিপোর্টার ॥ ভিসি বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে পদত্যাগ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আরেক সহকারী প্রক্টর নাজমুল হাসান শামিম। তবে, তিনি পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণকে উল্লেখ করেছেন। গতকাল গতরাতে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে একই কারণে গত ২১ সেপ্টেম্বর পদত্যাগ করেন আরেক সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবির। পদত্যাগপত্রে তিনি লিখেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক ও ন্যায্য দাবির প্রতি সমর্থন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসির অনৈতিক কার্যকলাপের প্রতি প্রতিবাদ জানিয়ে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করছি।’ আর হুমায়ুন কবির পদত্যাগের কারণ হিসেবে বলেছিলেন, ভিসির ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর ভিসির অনৈতিক কাজের প্রতিবাদে পদত্যাগ করেছি।
×