ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গুরুতর নিরাপত্তা ত্রুটি ইন্টারনেট এক্সপ্লোরারে

প্রকাশিত: ০৩:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০১৯

গুরুতর নিরাপত্তা ত্রুটি ইন্টারনেট এক্সপ্লোরারে

অনলাইন ডেস্ক ॥ ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে পাওয়া গেছে গুরুতর নিরাপত্তা ত্রুটি। জরুরি ভিত্তিতে ত্রুটি সারাতে আপডেট এনেছে মাইক্রোসফট। হ্যাকাররা পুরানো এই ব্রাউজারটির ত্রুটি কাজে লাগিয়ে গ্রাহকের ওয়েব ব্রাউজারের অ্যাকসেস নিয়ে ম্যালওয়্যার ইনস্টল করছিলো বলে সতর্ক করেছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি-- খবর বিবিসি’র। এই ত্রুটির বর্ণনায় মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের নয় থেকে ১১ সংস্করণ পর্যন্ত নিরাপত্তা ত্রুটি রয়েছে। যেসব গ্রাহক নিয়মিত ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন তাদেরকে দ্রুত আপডেট প্যাচ ডাউনলোড ও ইনস্টল করতে বলা হয়েছে। সাধারণত মাসিক আপডেটে সফটওয়্যার ত্রুটির প্যাচ দিয়ে থাকে মাইক্রোসফট। এবারে সমস্যাটি গুরুতর হওয়ায় জরুরী ভিত্তিতে আপডেট প্যাচ উন্মুক্ত করা হয়েছে, যা সচরাচর করে না প্রতিষ্ঠানটি। এখনও আট শতাংশের বেশি গ্রাহক ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন বলেও জানানো হয়েছে। মাইক্রোসফটের পক্ষ থেকে গ্রাহককে এজ ব্রাউজার ব্যবহারে তাগিদ দেওয়ায় কমেছে পুরানো ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীর সংখ্যা। ব্রাউজারটির এই নিরাপত্তা ত্রুটি বের করেছেন গুগলের প্রকৌশলী ক্লেমেন্ট লেসিনি।
×