ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে পদ্মায় ডুবে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৫১, ২৪ সেপ্টেম্বর ২০১৯

দৌলতপুরে পদ্মায় ডুবে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শাকিল আহমেদ (১৫) নামে এক কিশোর নির্মান শ্রমিক নিখোঁজ হলে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর এলাকায় পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারের নীচে ডুঙ্গা নৌকা যোগে পদ্মা নদী পার হওয়ার সময় ডুঙ্গা নৌকা ডুবে সে পানিতে নিখোঁজ হয়। ডুঙ্গা নৌকায় থাকা নির্মান শ্রমিক দুই সহোদর মফি (৩২) ও মহসিন (৩৫) ডুবে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়। উদ্ধার হওয়া নিখোঁজ কিশোর শ্রমিক শাকিল আহমেদ একই ইউনিয়নের সৌদি ঠাকুরপাড়া গ্রামের ওয়াহেদ ফকিরের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার সকালে মফি, মহসিন ও শাকিল কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে পদ্মা নদীর ওপার থেকে ছোট ডুঙ্গা নৌকা চড়ে এপার ভাগজোত বাজারে যাচ্ছিল। পদ্মা নদীর ভাগজোতের নিকট পৌঁছালে পানির প্রবল ঢেউয়ে ও ¯্রােতে তাদের বহনকারী ডুঙ্গা নৌকাটি ডুবে গিয়ে তারা নিখোঁজ হয়। স্থানীয়রা দু’জন শ্রমিককে উদ্ধার করতে পারলেও শাকিল নিখোঁজ রয়ে যায়। মঙ্গলবার দুপুরে আলী নগর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় শাকিলের লাশ জেলেদের জালে বাঁধলে ডুবুরী দল গিয়ে তা উদ্ধার করে। এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, শাকিলের লাশ একদিন পর মঙ্গলবার দুপুরে ডুবুরি দল উদ্ধার করেছে।
×