ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দৌলতপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি ॥ তলিয়ে গেছে জমির ফসল

প্রকাশিত: ০৭:২৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯

দৌলতপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি ॥ তলিয়ে গেছে জমির ফসল

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় এক হাজার হেক্টর জমির মাসকলাইসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। বিলম্বিত আকষ্মিক এ বন্যায় কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা কৃষকরা। গত ৪-৫ দিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মাসকলাইসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অচিরেই চরাঞ্চলের ঘর-বাড়ি তলিয়ে যাবে বলে নদী তীরবর্তী এলাকার মানুষ উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছেন। আজ মঙ্গলবার বন্যা কবলিত এলাকা ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, আকস্মিক পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারী, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের মাসকলাইয়ের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চরাঞ্চলের মাঠগুলো গত এক সপ্তাহ আগেও যেখানে সবুজ মাসকলাই ফসলে পরিপূর্ণ ছিল। গত কয়েক দিনের বন্যার পানিতে তলিয়ে তা সমতলে পরিণত হয়েছে। এসব এলাকায় তলিয়ে গেছে সব ফসল। তলিয়ে যাওয়া ফসলের অধিকাংশই মাসকলাইয়েল ক্ষেত। কিছু জমিতে রয়েছে বীজ পাট ও আমন ধান। সেগুলোও নষ্ট হওয়ার আশংকা রয়েছে। বন্যার পানি বৃদ্ধির অব্যাহত থাকলে এখনও যেসব জমিতে পানি ঢুকেনি সেগুলোও তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, প্রতি বছর পদ্মায় বন্যার পানি বৃদ্ধি পেলেও মাসকলাই চাষের আগেই পানি নেমে যায়। ফলে কৃষকরা চরাঞ্চলে ব্যাপক ভাবে মাস কলাইয়ের চাষ করে থাকেন এবং সারা বছরের আর্তিক চাহিদা মিটিয়ে থাকেন। কিন্তু এ বছর তেমন বন্যা না হওয়ায় কৃষকরা ব্যাপক ভাবে মাসকলাই চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই পদ্মার পানি বেড়ে যাওয়ার ফলে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ফসল প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান বলেন, দৌলতপুরের অধিকাংশ মাসকলাই চরাঞ্চলে উৎপাদিত হয়। গত চার পাঁচ দিনে উজান থেকে নেমে আসা আকস্মিকভাবে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় চরের নিশ্নাঞ্চলের জমিগুলো তলিয়ে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, এখন মাস কলাইয়ের গাছের ভরা যৌবন কাল। কয়েকদিন পরেই গাছে ফুল ও ফল আসবে। কিন্তু অসময়ে পদ্মার পানি বৃদ্ধিতে এসব জমি তলিয়ে যাওয়ায় ফসলের ক্ষতি হবে। তবে ক্ষতিগ্রস্থ কৃষকদের দাবি অসময়ে বন্যায় ফসলহানি হওয়ায় তারা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারে সে দিকটা সংশ্লিষ্ট কতৃপক্ষকে নজর দিতে হবে।
×