ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁর ধামইরহাট রাঙ্গামাটিতে নদীতে সেতুর অভাবে ঝুঁকি নিয়ে পারাপার

প্রকাশিত: ০৬:০৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯

নওগাঁর ধামইরহাট রাঙ্গামাটিতে নদীতে সেতুর অভাবে ঝুঁকি নিয়ে পারাপার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাট রাঙ্গামাটি বাজার ও তালতলী নামক স্থানে আত্রাই নদী পারাপারে আর কোন গন্তব্য নেই। বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র ভরসা ৫০ হাজার মানুষের। ভগবানপুর, গোপীরামপুর, দেবীপুর, ছিলিমপুর, আলমপুর, খেলনা, বরইল, চকহাড়া, উদয়শ্রী, বিষ্টপুর, ডাঙ্গাপাড়াহাট, কুটরইলহাট, চকমূলী, কৃষ্ণবল্লভ, মশলই গ্রামসহ প্রায় ৪০ গ্রামের মানুষ প্রতিদিন নদীর এই ঘাট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন। রাঙ্গামাটি বাজারকে ঘিরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাজারের পাশে রয়েছে তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি বাজার, রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়, আলমপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়। গ্রামগুলোর মানুষ সড়ক পথে ধামইরহাট, পতœীতলা ও নওগাঁ জেলা সদরে যেতে এ রাস্তা ব্যবহার করেন। কিন্তু সেতুর অভাবে দীর্ঘ দিন ধরে জনসাধারণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলজিইডি নওগাঁর ধামইরহাট প্রকৌশলী মোঃ আলী হোসেন জানান, রাঙ্গামাটি-তালতলী নামক স্থানে আত্রাই নদীতে ২৮০ মিটার দৈর্ঘ এবং ২৪মিটার প্রস্থ সেতু নির্মাণের অংশ হিসেবে ইজিপি পদ্ধতিতে দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ২৮ অক্টোবর দরপত্র উন্মুক্ত করা হবে। দ্রুত ঠিকাদার নির্বাচন শেষে কাজ বাস্তবায়ন করা হবে।
×