ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে কন্যা ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০১৯

ঝালকাঠিতে কন্যা ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামের বাবুল ফকিরকে আপন কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উক্ত ধর্ষক পিতাকে গ্রেফতারে পুলিশকে সহযোগীতা করেছে। আজ মঙ্গলবার বিকেল ৩ টায় বাবুল ফকিরকে কৌশল করে মহিলা অধিদপ্তর তাদের অফিসে ডেকে এনে ঝালকাঠি থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়। বাবুল ফকিরের কন্যা ২ দিন পূর্বে মহিলা বিষয়ক অধিদপ্তরে এসে পিতার বিরুদ্ধে তাকে ধর্ষণ করার অভিযোগ করেছেন এবং তার নিরাপত্তা চেয়ে আবেদনও করেছিলেন। অভিযোগে প্রকাশ বাবুল ফকিরের কন্যা ৮ম শ্রেণীর ছাত্রী অভিযোগ করেছেন ২ বছর পূর্বে ৬ষ্ঠ শ্রেণীয় পড়া অবস্থায় রাতে তার বাবা জোরপূর্বক ধর্ষণ করে। সে বিষয়টি এলাকায় জানাজানি হলে বাবুল ফকিরের শ্যালকরা বাবুল ফকিরকে মারধর করে এলাকা ছাড়া করে। বাবুল ফকির কিছুদিন ঢাকায় অবস্থান করার পরে পুনরায় গ্রামের বাড়ীতে আসেন। সে তার এই কন্যাকে বিয়ে দেয় এবং বিয়ের ১ মাস পরে বাবুল ফকির তার কন্যা চরিত্র সম্পর্কে জামাতার কাছে নানা ধরনের অভিযোগ করেন এবং একপর্যায় তার জামাতা কন্যাকে বাড়ী রেখে চলে যায় ও ৮০ হাজার টাকা খোরপোষ ও বিয়ের সময় দেয়া মালামাল ফেরৎ দিয়ে নিয়মতান্ত্রিক বিবাহ বিচ্ছেদ ঘটায়। সর্বশেষ তার কন্যাকে ১ সপ্তাহ পূর্বে বাবুল ফকির পুনরায় ধর্ষণের চেষ্টা করে এবং ডাক চিৎকার দিলে বাবুল ফকিরের স্ত্রী ও বাড়ীর লোকজন ছুটে আসে। বাবুল ফকির এই ঘটনার পর থেকে ঝালকাঠির মধ্যে অবস্থান করলেও তার পরিবারকে জানানো হয়েছে তিনি ঢাকায় আছেন। মহিলা অধিদপ্তর বাবুল ফকিরের কন্যা অভিযোগ প্রাপ্তির পরে তার সাথে খোলামেলা কথা বলেন এবং বিষয়টি প্রাথমিক ভাবে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ বাবুল ফকিরের বাড়ী এলাকায় গিয়ে এ বিষয়ে খোজ খবর নিয়ে সত্যতা পায়, তবে বাবুল ফকিরকে সে সময় বাড়ীতে পাওয়া যায় নি।
×