ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন সপের সম্ভাবনা শীর্ষক আলোচনা

প্রকাশিত: ০৫:৩২, ২৪ সেপ্টেম্বর ২০১৯

ঝালকাঠিতে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন সপের সম্ভাবনা শীর্ষক আলোচনা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন সপের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় ফুলষ্টপ সলিউশন এর উদ্যোগে এবং ইউএসএআইডি এর অর্থায়নে এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি ছিলেন। জেলা ড্রাগিষ্ট এন্ড ক্যামিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মুন্সি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বরিশাল ঔষধ প্রশাসনের তত্বাবধায়ক সুলতানুল আরেফিন, বেটার হেলথ ইন বাংলাদেশ এর ট্যাকনিক্যাল এ্যাডভাইজার রাইয়ান আমজাদ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও ঝালকাঠি জেলা ড্রাগ এ্যন্ড ক্যামিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী আহম্মেদ বিশেষ অতিথি ছিলেন। ফুলষ্টপ সলিউশিনের ব্যবস্থাপক বিজনেস ডেভেলপমেন্ট মো: রকিবুল হাসান অনুষ্ঠান পরিচালনা করেন। ঝালকাঠি জেলার শতাধিক ফার্মেসী মালিক এই অনুষ্ঠানে অংশগ্রহন করে। এর পূর্বে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি বের হয়। ফার্মেসি মালিকদের সমন্বয় বর্ণাঢ্য র‌্যালিটি শহর ঘুরে ঝালকাঠি প্রেস ক্লাবে এসে শেষ হয়।
×