ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীমা শিল্পীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৫:১৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯

নাটোর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীমা শিল্পীর সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ গঠনতন্ত্র বহিভর্’তভাবে দল থেকে বহিস্কার, নৈতিক স্খলনসহ চাঁদাবাজির আনিত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা শামীমা শিল্পী। আজ মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বিরুদ্ধে নৈতিক স্খলন, চাঁদাবাজি সহ আনিত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট। তার দলীয়, রাজনৈতিক জনপ্রিয়তা, ইমেজ নষ্ট করতেই এমন ভিত্তিহীন অভিযোগ এনে দলীয় গঠনতন্ত্র বহিভর্’তভাবে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এসময় তিনি জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর বিষয়টি সুষ্ঠ তদন্তের দাবি জানান। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগের জন্য আমাকে কোন নোটিশ বা আতœপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, আগামী সম্মেলনে আমি যাতে জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করতে না পারি সেজন্য স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রতœা আহমেদ এমন জঘঘœ মনগড়া ভিত্তিহীন অভিযোগ দাড় করিয়েছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালিয়ে আমার রাজনৈতিক ও সামাজিক সুনাম নষ্ট করা হয়েছে তার জন্য আমি আইসিটি আইনে মামলা করব। এছাড়া, স্থানীয় তার সন্তান সমতুল্য একজন সাংবাদিককে নিয়ে অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তবে তিনি সকল বিষয় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি কে জানিয়েছেন বলেও জানান তিনি। এসময় তার ছেলে, ছেলের বউসহ নিকট আতœীয় স্বজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিস্কারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
×