ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে বাস উল্টে হেলপার নিহত ॥ ৩০ যাত্রী আহত

প্রকাশিত: ০৪:৪১, ২৪ সেপ্টেম্বর ২০১৯

বরিশালে বাস উল্টে হেলপার নিহত ॥ ৩০ যাত্রী আহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ও মেজর এমএ জলিল সেতুর ঢালে পৃথক সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে। জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের মেজর এমএ জলিল সেতুর ঢালে বাস-মাহেন্দা ও কাভার্ডভ্যানের ত্রী-মুখী সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে সোমবার বিকেলে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার একটি যানবাহনকে অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে বিএমএফ পরিবহন কোম্পানির একটি বাস উল্টে পার্শবর্তী খাদে পরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রীবাহী বাসের হেলপার রেদওয়ান (১৮) নিহত ও কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। নিহত রেদওয়ান গোপালগঞ্জের মোকছেদপুর এলাকার বাসিন্দা। এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, যাত্রী নিয়ে মাওয়া থেকে দূর্ঘটনাকবলিত বাসটি বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো।
×