ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাত ॥ আটক ১

প্রকাশিত: ০৪:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৯

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাত ॥ আটক ১

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কখনও সে সেনাবাহিনীর মেজর, আবার কখনও চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। তার ব্যক্তিগত গাড়িতে সে সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে চলাফেরা করতেন। সাইফুল ইসলাম নামের ওই যুবক এভাবে বিভিন্ন লোকদের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাত করে আসছিলো। তারই ধারাবাহিকতায় নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথা এলাকার এক বাসিন্দাকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদে চাকরি দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হয়। এছাড়াও তিনি (সাইফুল) দীর্ঘ ২/৩ বছর ধরে গ্রাম থেকে আসা সহজসরল রোগী ও তাদের স্বজনদের ফাঁদে ফেলে টাকা আদায় করে আসছিলো। এ অভিযোগে ভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা প্রতারক যুবক সাইফুল ইসলামকে (২৬) আটক করেছে। আটক সাইফুল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কুমারেরপাড় গ্রামের নুরুজ্জামান হাওলাদারের পুত্র। সোমবার রাতে র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ওইদিন দুপুরে নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথা লেক সংলগ্ন এলাকা থেকে প্রতারক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। তার নামে কোতোয়ালি মডেল থানায় চাকরি দেওয়ার নামে টাকা আত্মাসাতের মামলা রয়েছে। এছাড়াও আটক সাইফুল গত বছরের ২৮ অক্টোবর ভূয়া চিকিৎসক পরিচয়ে রোগীর সেবা দিতে গিয়ে শেবাচিম হাসপাতালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলো।
×