ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালের মর্গের এসি বিকল ২০ দিন

প্রকাশিত: ০৪:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০১৯

যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালের মর্গের এসি বিকল ২০ দিন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর আড়াইশ’ শয্যা হাসপাতাল মর্গের এসি দুটি ২০ দিন ধরে বিকল হয়ে পড়ে আছে। শুধু এসি নয় তিন মাসেও মেরামত করা হয়নি পানির লাইন। অপরিচ্ছন্ন পরিবেশে চলেছে ময়নাতদন্ত। আজ মঙ্গলবার গিয়ে দেখা গেছে, দু’কক্ষ বিশিষ্ট মর্গে লাশ আছে তিনটি। অপরিচ্ছন্নতার মাঝে পড়ে আছে নিথর দেহগুলো। ভেতরের গন্ধ দূর করার কোনো ব্যবস্থা না থাকায় বদ্ধঘরটিতে সার্বক্ষণিকভাবে বিদঘুটে আর লাশের উৎকট গন্ধ থাকে। যশোর শহরতলী ধর্মতলা এলাকার শ্যামলী দাস জানিয়েছেন, তার মেয়ে রোববার সন্ধ্যায় গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে। পরে সন্ধ্যা সাড়ে সাত টায় পুলিশ তার মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়। কিন্তু হাসপাতাল থেকে জানানো হয় বিকেল পাঁচটার পর ময়নাতদন্ত করা হয়না। লাশ মর্গে রেখে যান। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন লাশ নিতে মর্গে আসলে দেখতে পান লাশ থেকে পচা গন্ধ বের হচ্ছে। তার পরিবার আক্ষেপ করে বলেন, ডাক্তাররা সময়মত লাশের ময়নাতদন্তের জন্যে আসেন না। তাই লাশের ময়নাতদন্ত করতে কখনো ঘন্টা আবার কখনো দিন পেরিয়ে যায়। হাসপাতাল মর্গে কর্মরত লক্ষণ দাস জানিয়েছেন, এখানে তার কোনো নিয়োগ নেই। তার বাবা গোমিন্দ এখানে নিয়োগ প্রাপ্ত। বাবা অসুস্থ থাকায় চার মাস কাজ করছেন। নামে আধুনিক হলেও কোনো সুবিধা এই মর্গ থেকে পাওয়া যাচ্ছে না। লাশ কাটার পর ঘর পরিচ্ছন্ন করার জন্যে পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। ভেতর থেকে গন্ধ বের হওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। তাই লাশের গন্ধে ভেতরে কাজ করা অনেক কষ্টের। ডাক্তাররা তো শুধু কাগজ কলম হাতে নিয়ে তাকে নির্দেশ দেন। লাশ তো তাদের কাটতে হয়। ডাক্তার লাশে হাত দেয় না। তাই লাশ কাটার কাজে সহায়তার জন্যে একজন লোকের প্রয়োজন। হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ জানিয়েছেন, এসি বিকল হয়ে আছে অভিযোগটি সত্য নয়। সাময়িক ত্রুটি দেখা দিয়েছে, সেটা মেরামতের জন্যে পাঠানো হয়েছে।
×