ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতা এনামুল-রূপনের বাসায় কোটি টাকা, ৮ কেজি স্বর্ণ, ৫টি অস্ত্র জব্দ

প্রকাশিত: ০২:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০১৯

আওয়ামী লীগ নেতা এনামুল-রূপনের বাসায় কোটি টাকা, ৮ কেজি স্বর্ণ, ৫টি অস্ত্র জব্দ

অনলাইন রিপোর্টার ॥ অবৈধ ক্যাসিনো ব্যবসার অভিযোগে গেন্ডারিয়ার আওয়ামী লীগ সভাপতি এনামুল হক ও যুগ্ন সাধারণ সম্পাদক রুপন ভুইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে নগদ এক কোটি ৫ লাখ টাকা ও ৮ কেজি স্বর্ণ (আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা) জব্দ করা হয়েছে। র‍্যাব-৩ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল ব্রিফে জানান, বাড়ি থেকে ৫টি অস্ত্র উদ্ধার করেছেন তারা। এই অস্ত্র দিয়ে এলাকার মানুষকে ভয় দেখাতো এনামুল ও তার ভাই রূপন ভূইয়া। গেন্ডারিয়া থানার বানিয়ানগর মুরগীটোলা মোড়ের ৩১ নম্বর ৬তলা বাসার ২য় তলা থেকে আনুমানিক ৭শ ৩০ ভরি স্বর্ণ ও ৫ তলা থেকে আনুমানিক ১ কোটি ৫ লাখ টাকা জব্দ করেছে র‍্যাব। এনামুল ওয়ার্ন্ডার্স ক্লাবের শেয়ারহোল্ডার। গোয়েন্দা সূত্রে র‍্যাব জানতে পারে, ৫টি সিন্দুক এক দোকান থেকে বানায় এনামুল ও রুপন। সেই সিন্দুকের ৩টি উদ্ধার করা হয়েছে তাদের বাসা থেকে। এছাড়া নারিন্দা এলাকার আরো একটি বাসা থেকে একটি সিন্দুক উদ্ধারের তথ্য জানায় র‌্যাব। এখন সেখানে অভিযান চলছে। এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে তাদের বাসায় র‌্যাবের দল একটি তল্লাশি চালায়। এ সময় এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর এক কর্মকর্তা। তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার হোল্ডার এনামুল হক ও রূপন ভূঁইয়া। এনামুল হক গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও রূপন ভূঁইয়া সাধারণ সম্পাদক।
×