ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় গাছের চারা বিতরণ

প্রকাশিত: ০১:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৯

হাতিয়ায় গাছের চারা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আজ মঙ্গলবার দুপুরে বন বিভাগের নলচিরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় ও চখালীতে পাঁচ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সাবেক সংসদ ও জেলা আ’লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী। অনুষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের মধ্যে তিনশ চারা বিতরণ করেন সাবেক সাংসদ মোহাম্মদ আলী ও নলচিরা রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল। এ সময় উপজেলা আ’লীগের সহ-সভাপতি কেফায়েত উল্ল্যাহ, হাতিয়া পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী এবং উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ ও যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার রাহাদ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‘শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ার লক্ষে হাতিয়ার সাংসদ আয়েশা ফেরদাউসের নামে উপকূলীয় বন বিভাগের নোয়াখালীর নলচিরা রেঞ্জ থেকে পাঁচ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বরাদ্ধ করা হয়। বরাদ্ধকৃত গাছের চারা বিতরণের দায়িত্ব পান হাতিয়া পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী ও উপজেলা স্বেচ্ছাসেবক লিগের আহবায়ক মহিউদ্দিন মুহিন।
×