ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দলের কর্মকান্ডে হস্তক্ষেপের এখতিয়ার আদালতের নেই : রিজভী

প্রকাশিত: ০১:১৪, ২৪ সেপ্টেম্বর ২০১৯

দলের কর্মকান্ডে হস্তক্ষেপের এখতিয়ার আদালতের নেই : রিজভী

অনলাইন রিপোর্টার ॥ রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কর্মকান্ডে হস্তক্ষেপের এখতিয়ার আদালতের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। মঙ্গলবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী আরো জানান, ছাত্রদলের গণতান্ত্রিক কর্মকান্ডের কারণেই প্রতিহিংসাপরায়ণ হয়ে সরকার আদালতকে ব্যবহার করে তাদের অশুভ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। অথচ ছাত্রলীগের নেতৃত্ব পরিবর্তনে অনিয়ম করা হলেও সে বিষয়ে আদালতের কোন উদ্যোগ নেই। আদালত সরকারের ইচ্ছে পূরনের হাতিয়ারে পরিণত হয়েছে। ছাত্রলীগ সন্ত্রাসী লীগে পরিণত হয়েছে। আর এর দায় সরকারের বলেও অভিযোগ করেন রিজভী। এ সময় দুর্নীতি আর সন্ত্রাসের দায়ে ছাত্রলীগের কর্মকান্ড বাতিলের দাবি জানান রুহুল কবীর রিজভী।
×