ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবসর প্রাপ্ত সেনাবাহিনী ক্যাসিনোতে জড়িত থাকলে ব্যবস্থা : সেনাবাহিনী প্রধান

প্রকাশিত: ০০:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০১৯

অবসর প্রাপ্ত সেনাবাহিনী ক্যাসিনোতে জড়িত থাকলে ব্যবস্থা : সেনাবাহিনী প্রধান

অনলাইন রিপোর্টার ॥ দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনীর অবসর প্রাপ্তরা যদি কেউ ক্লাবের নামে ক্যাসিনো চালায়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সকালে সাভারের মিলিটারি ফার্মে ১টি অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সেনা প্রধান এ সময় আরও বলেন, সেনাবাহিনীর অবসর প্রাপ্তরা যদি কেউ ক্লাবের নামে ক্যাসিনো চালায় তাহলে আমাদের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, তা তদন্ত করার জন্য। তদন্তে প্রমাণিত হলে আমাদের যা করনীয় আমরা তাই করবো জানিয়ে তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দেশে ক্রাইমের সংখ্যা কমে আসবে। দেশে একটি মিল্ক পাওডার ফ্যাক্টরি করা হবে বলেও বলেন জেনারেল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল লেঃ জেনারেল সামছুল হক, মাষ্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেনসহ আরো অনেকে।
×