ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শারদীয় দুর্গাপূজা : চলছে প্রতিমার সাজসজ্জা

প্রকাশিত: ২৩:১৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯

শারদীয় দুর্গাপূজা : চলছে প্রতিমার সাজসজ্জা

অনলাইন রিপোর্টার ॥ আর কয়েকদিন পরেই সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ। প্রতি বছরের মতো এবারও রয়েছে প্রতিমা তৈরিতে রূপ ও রঙের বৈচিত্র্য, আলোকসজ্জা আর মন্ডপে সাজানোর প্রতিযোগিতা। অশুভ শক্তির বিনাশ ও মানবতার কল্যাণে দেবী দুর্গার মর্তে আগমন। সনাতন ধর্মের অনুসারীদের দেবী দুর্গাকে বরণ করতে চলছে নানা প্রস্তুতি। মন্দিরগুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। ৩ অক্টোবর বোধনের মধ্যদিয়ে শুরু হবে এই ধর্মীয় উৎসব। প্রতিমা শিল্পীরা জানান, এবারে দিনাজপুরের প্রতিটি মন্ডপের প্রতিমায় থাকছে নতুন রুপ ও রঙের বৈচিত্র্য। যা ভক্ত-দর্শনার্থীদের বিমোহিত করবে প্রতিমার শৈল্পিক রুপ ও সাজসজ্জায় প্রতিযোগিতা থাকবে বলে জানান আয়োজকরা। দিনাজপুরে ১২শ’রও বেশি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবার সাতক্ষীরারও শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় প্রতিমা তৈরির কাজ চলছে পূজা মন্ডপ গুলোতেও। সাতক্ষীরা জেলা মন্দির সমিতি সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ জানান, প্রতিমা ও মন্ডপের সাজসজ্জায় বৈচিত্র্য থাকবে। জেলার ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, দুর্গা পূজা উপলক্ষে জেলায় এবার পুলিশ ও আনসারের চার হাজার সদস্য প্রস্তুত থাকবে। শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা সবার।
×