ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ওসির কুশপুত্তিলিকা দাহ, শাস্তির দাবি

প্রকাশিত: ০৯:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯

পটিয়ায় ওসির কুশপুত্তিলিকা  দাহ, শাস্তির দাবি

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সরকার দলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে স্ট্যাটার্স দেওয়া সেই ওসি সাইফ আমিনের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পটিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া খাসমহল রোড এলাকায় ওসি সাইফ আমিনের কুশপুত্তলিকা দাহ করা হয়। সাইফ ঢাকা বিমান বন্দর থানার ওসি। গত শনিবার চট্টগ্রামে জুয়ার আসরে ম্যাজিষ্ট্রেট ও র‌্যাব-৭ এর অভিযানেও ক্ষুব্ধ হন হুইপ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মোহামেডান স্পোটিং ক্লাব, আবাহনী ক্লাব, ফ্রেন্ডস ক্লাব ও শতদল ক্লাবে অভিযানের পর হুইপ এটিকে অযৌক্তিক বলে দাবি তুলেন। যেহেতু জুয়ার কেসিনো কিংবা কোন সরঞ্জাম র‌্যাব দেখাতে পারেনি। ঐত্যিবাহী ক্রীড়া সংগঠন আবাহনীর মহাসচিব হিসেবে হুইপ সামশুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে দায়িত্বে রয়েছেন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অভিযানের নামে আবাহনী ক্লাবে তল্লাশি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা সাইফ আমিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যে স্ট্যার্টাস দিয়ে হুইপের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে তার প্রতিবাদ জানান। জানা গেছে, জুয়ার কেসিনো ঢাকা অভিযান শেষে চট্টগ্রামে কয়েকটি ক্লাবে র‌্যাব-৭ অভিযান চালায়। তবে তাস ছাড়া জুয়া খেলার তেমন কিছু পাওয়া যায়নি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মোহামেডান স্পোটিং ক্লাব, আবাহনী ক্লাব, ফ্রেন্ডস ক্লাব ও শতদল ক্লাবে অভিযানের কারণে হুইপ চট্টগ্রামের অভিযান অযৌতিক মনে করেন। হুইপ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- ক্রীড়া সংগঠন আবাহনী ক্লাবে কোন কেসিনো নেই। শুধুমাত্র হয়তো তাস খেলা খলতে পারেন। তাস না খেললে ছেলেরা ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়বেন। এর আগে ঢাকা বিমান বন্দর থানার ওসি সাইফ আমিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে স্ট্যাটার্স দিয়েছে ‘জুয়া থেকে সামশুল হকের আয় ১৮০ কোটি টাকা। যা একটি অনলাইন নিউজ পোর্টালে ‘জুয়া থেকে হুইপ সামশুলের আয় ১৮০ কোটি টাকা, দাবি পুলিশ প্রশাসনের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। হুইপের বিরুদ্ধে অপপ্রচার করার কারণে পটিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও পরে ওসি’র কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়া উপজেলা যুবলীগ আহবায়ক মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরীসহ উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওসি সাইফ আমিনকে ^ প্রত্যাহারপূর্বক শাস্তির দাবি জানান।
×