ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৯:২২, ২৩ সেপ্টেম্বর ২০১৯

শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির উদ্যোগে ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সংগঠনের সদস্যদের সন্তানদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের র্সবর্ধনা দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান আতিক। ওইসময় তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার নির্দেশ কায়েম করতে চাই। সেইসাথে সবাইকে সঙ্গে নিয়ে সুখী-সমৃদ্ধ একটি দেশ গড়তে চাই। চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর উইমেন্স চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসরিন রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বার অব কমার্সের পরিচালক অজয় কুমার চক্রবর্তী জয় ও সচিব হারুনুর রশিদ। অনুষ্ঠানে চেম্বার অব কমার্সের সদস্যদের সন্তানদের মধ্যে ৪০ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেটসহ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
×