ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সামাজিক দায়বদ্ধতায় মাধবদী স্পোর্টস একাডেমি

প্রকাশিত: ০৯:০৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯

সামাজিক দায়বদ্ধতায় মাধবদী স্পোর্টস একাডেমি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তন’-এই প্রত্যয়ে নরসিংদীর মাধবদী থানায় কার্যক্রম পরিচালনা করছে ‘মাধবদী স্পোর্টস একাডেমি’ বা এমএসএ। সামাজিক সচেতনা বৃদ্ধি ও স্থানীয় শিশু কিশোরদের মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে ২০১৮ সালের শুরু থেকে শুরু হয় তাদের পথচলা। প্রতিষ্ঠার পর থেকে এই একাডেমির মাধ্যমে প্রায় দেড় শতাধিক শিশু-কিশোর ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল ও দাবায় প্রশিক্ষণ নিয়েছেন। যাদের মধ্যে বেশ কজন ঢাকার লিগগুলোতে অংশ নিচ্ছেন। শুধুমাত্র প্রশিক্ষণ দিয়েই নয়, দরিদ্র কিন্তু খেলাধুলায় আগ্রহ আছে এমন শিশু কিশোরদেরকে খেলাধুলার সামগ্রি দিয়েও সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি। শুধুমাত্র খেলাধুলায় অংশগ্রহণের মধ্যেই এর কার্যক্রম সীমাবদ্ধ নয়, নিরাপদ সড়ক, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেও কাজ করছেন তারা। পাশাপাশি বিভিন্ন জাতীয় ইস্যুতে নিয়মিত মানববন্ধন ও সেমিনার আয়োজন করে এমএসএ। যদিও শুরুর দিকে খুব একটা সাড়া পাওয়া যায়নি। কিন্তু স্থানীয়দের পাশাপাশি ঢাকা থেকে অভিজ্ঞ কোচদের একাডেমিতে নিয়ে আসার কারণে অনেক
×