ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নান্দাইলে মেয়াদউর্ত্তীণ খাদ্য ও পলিথিন ধ্বংস

প্রকাশিত: ০৭:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯

নান্দাইলে মেয়াদউর্ত্তীণ খাদ্য ও পলিথিন ধ্বংস

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ উপজেলার বনগ্রাম ও পাঁচরুখী বাজারে মেয়াদউর্ত্তীণ খাদ্যপণ্য ও নিষিদ্ধ পলিথিন ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুরে ওই দুটি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩২৯ গ্রাম ওজনের মিষ্টির খালি প্যাকেট জব্দ করা হয়েছে। জানা গেছে, খারুয়া ইউনিয়নের বনগ্রাম ও শেরপুর ইউনিয়নের পাঁচরুখী বাজারে সোমবার উপজেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান। এ সময় সাথে ছিলেন এসআইটি আহসান উদ্দিন আকন্দ সোহাগ। সোহাগ জানান, অভিযানকালে দুটি বাজারের প্রায় ২৫টি দোকান থেকে মেয়াদউত্তীর্ণ খাবার, মেয়াদহীন খাদ্যপণ্য, আয়োডিনবিহীন লবণ, নিষিদ্ধ পলিথিন, পোড়া তেল ও বিভিন্ন মিষ্টির দোকানে ৩২৯ গ্রাম ওজনের খালি পেকেট পাওয়া গেছে। পরে সেগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় দোকানের মালিকদেরকে সতর্ক করে লিখিত নোটিশ প্রদান করা হয়েছে। দোকানদাররা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে না মর্মে অঙ্গীকার প্রদান করে রক্ষা পায়।
×