ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্নীতি ও মাদকবিরোধী অভিযান আইওয়াশ : রিজভী

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০১৯

দুর্নীতি ও মাদকবিরোধী অভিযান আইওয়াশ :   রিজভী

অনলাইন রিপোর্টার ॥ সরকারের দুর্নীতি ও মাদক বিরোধী শুদ্ধি অভিযান ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় রিজভী অভিযোগ করেন, নিজেদের দুর্নীতি ও অপকর্ম সামলাতে না পেরে এখন বিএনপি’র ওপর দায় চাপানোর কৌশল নিয়েছে সরকার। সন্ত্রাসের ওপর ভর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবেনা বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা। তিনি আরও বলেন, ব্যাংকে টাকা না থাকায় এখন সরকারি, আধাসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তহবিলে হাত দেয়া হয়েছে। এ অবস্থায় একটি ইতিবাচক আলোচনায় থাকতে দুর্নীতি-অনাচারের বিরুদ্ধে আকস্মিক অভিযান আইওয়াশ কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। ‘কারণ লোক দেখানো এই অভিযানে অধরাই থেকে যাচ্ছেন মাদক ও দুর্নীতিবাজদের গডফাদাররা। আওয়ামী আমলে সমগ্র বাংলাদেশটাই ডন-গডফাদারদের কব্জায়।’
×