ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ॥ আটক ৩

প্রকাশিত: ২২:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০১৯

ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ॥ আটক ৩

অনলাইন রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার শিহারচরের তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি দোতলা বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার ভোররাত থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ওই এলাকার জয়নাল আবেদীনের বাড়িটি ঘিরে রেখেছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম। এ সময় ওই বাড়ি থেকে তিন জনকে আটক করা হয়েছে। তারা হলো- দুই ভাই ফরিদউদ্দীন রুমি (২৭) ও জামালউদ্দীন রফিক (২৩)। অন্যজন হলো-ফরিদউদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৭)। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ভোররাতে ফতুল্লার তক্কার মাঠ এলাকার একটি দোতলা বাড়ি ঘিরে রাখে কাউন্টার টেররিজম ইউনিট। পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। ওসি বলেন, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে আধা কিলোমিটার দূরে আরো একটি এল-টাইপ টিনসেড বাড়ি ঘিরে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে বোমা বা বিস্ফোরক দ্রব্য থাকতে পারে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল আসছে। তাঁরা এলেই অভিযান শুরু হবে বলে জানান ওসি। এ ঘটনায় ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
×