ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও ১০ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান হবে ॥ পলক

প্রকাশিত: ১০:২৯, ২৩ সেপ্টেম্বর ২০১৯

 আরও ১০ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান হবে ॥ পলক

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২২ সেপ্টেম্বর ॥ তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান করা হয়েছে। আরও ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান করা হবে। ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করে আওয়ামী লীগকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা হয়েছে। স্বপ্নের বীজ রোপণ করেছিলেন বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণ করেছেন শেখ হাসিনা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। তিনি রবিবার বিকেলে মাগুরায় প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টার-এর ভূমিকা শীর্ষক সেমিনার প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। শহরের শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্প এর আয়োজন করেন। সকাল ১১টায় সেমিনারের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আখতারুন্নাহারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। স্বাগত বক্তব্য রাখেন, শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক গৌরী শংকর ভট্টাচার্য।
×