ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উপনির্বাচন পেছানোর দাবিতে রংপুরে অনশন

প্রকাশিত: ১০:২৯, ২৩ সেপ্টেম্বর ২০১৯

 উপনির্বাচন পেছানোর দাবিতে রংপুরে অনশন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২২ সেপ্টেম্বর ॥ রংপুর-৩ আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের দাবিতে অনশন শুরু করেছেন হিন্দু ধর্মীয় নেতারা। এর আগে রংপুর জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি দেয়া হয়। এতে কাজ না হওয়ায় রবিবার সকাল থেকে দিনব্যাপী এ অনশন কর্মসূচী শুরু করেছেন তারা। রংপুর প্রেস ক্লাবের সামনে মহানগর পূজা উদযাপন পরিষদের ব্যানারে অনশন কর্মসূচীতে জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সুশান্ত ভৌমিক, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত সরকার মুকুল, সাধারণ সম্পাদক ধনজিত ঘোষ তাপস, সদস্য গৌতম রায়সহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।
×