ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধান ফটকে তালা

ইবিতে প্রক্টরের অব্যাহতি দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০১৯

 ইবিতে প্রক্টরের  অব্যাহতি দাবিতে  ছাত্রলীগের  বিক্ষোভ

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের অব্যাহতির দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। রবিবার দুপুর ১টার দিকে নেত-কর্মীরা দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে তার বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কাছে প্রক্টরকে অব্যাহতির দাবি জানায়। এ সময় উপস্থিত ছিলেন তৌকির মাহফুজ মাসুদ, রিজভী আহমেদ পাপন, ফয়সায়ল সিদ্দীকী আরাফাত, মিজানুর রহমান লালনসহ দলের নেতা-কর্মীরা। ভিসির কাছ থেকে দৃশ্যত কোন আশ্বাস না পেলে দুপুর ১টা ৪৫ মিটিটের দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে আবরোধ করে। প্রধান ফটক অবরোধের কারণে শিক্ষক-শিক্ষার্থী বহন করা নির্ধারিত দুপুর ২টার বাস ক্যাম্পাস থেকে কুষ্টিয়া-ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। এদিকে ক্যাম্পাসের বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পরে শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে দুপুর ৩টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ফের ভিসির সঙ্গে সাক্ষাত করে। এ সময় ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী তাদেরকে প্রধান ফটক অবমুক্ত করে দিতে অনুরোধ করেন। তিনি আরও বলেন শিক্ষক-শিক্ষার্থীদের জিম্মি করে কোন দাবি আদায় সম্ভাব নয়। এ সময় নেতা-কর্মীরা অবরোধ তুলে নিতে অপারগতা প্রকাশ করেন। তারা বলেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানরে অব্যাহতি না দেয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। আন্দোলনকারীরা জানায়, ২০১৪ সালের ২৫ আগস্ট ছাত্রলীগের ওপর পুলিশকে গুলি করার নির্দেশদাতা বর্তমান প্রক্টর। যে ব্যক্তি ছাত্রলীগের ওপর গুলি করার নির্দেশ দেয় তাকে কিভাবে বিশ^বিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়। তাকে অব্যাহতি না দেয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
×